হেলেনা জাহাঙ্গীরের জামিন

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া মাদক ও প্রতারণার অভিযোগে পল্লবী থানায় দায়ের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন। 

একই আদালত গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়ায় মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

আদালত সূত্র জানিয়েছে, যে কারণে ২ মামলায় জামিন পেলেও হেলেনা জাহাঙ্গীরের কারামুক্তি হচ্ছে না।

তার বিরুদ্ধে টেলিকমিউনিকেশন আইনে পল্লবী থানায় দায়ের হওয়া আরেক মামলায় গত ১৭ আগস্ট ঢাকার আরেকটি আদালত হেলেনা জাহাঙ্গীরকে জামিন দেন। ২৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনী গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে। এরপর ভিন্ন ভিন্ন আইনে তার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের হয়।

Leave a Comment