স্থগিত হলো এশিয়া কাপ

এশিয়া কাপ ২০২১ এর স্বাগতিক দেশ ছিল শ্রীলঙ্কা।  কিন্তু শ্রীলঙ্কায় আবার করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হলো এশিয়া কাপ। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা গত ১৯ মে নিশ্চিত করেছেন বিষয়টি।

তিনি বলেছেন, শ্রীলঙ্কার বিরাজমান পরিস্থিতির কারণে, এই বছরের জুনে টুর্নামেন্টটি (এশিয়া কাপ) আয়োজন করা সম্ভব হচ্ছে না।” 

রুটিন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান মূলত এশিয়া কাপ সংঘটিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস মহামারীতে বাকি সবকিছুর মত এটিও স্থগিত ঘোষণা করা হয়। 

সে সময়ই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অদল-বদল করে নিয়েছে আয়োজনের স্বত্ব। আগামী বছরের আসরটি আয়োজন করবে পাকিস্তান।এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও এশিয়া কাপ পিছিয়ে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এই বছরের এশিয়া কাপের টুর্নামেন্টটি টি-টোয়েন্টি  হত, মূলত দলগুলি আশা করেছিল যে বছরের পরের দিকে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। তার  জন্য ভাল প্রস্তুতি হবে এশিয়া কাপে। কিন্তু কোভিড -১৯-এর কারণে ২০২০ সালের জন্য এই টুর্নামেন্টটিও স্থগিত রাখতে হয়। 

Leave a Comment