নিজের উপর বিশ্বাস রাখা জরুরী

বলা হয়ে থাকে মানুষ করতে পারেনা এমন কিছু দুনিয়ায় নেই।তবে আমরা কি সবসময় এটি বিশ্বাস করি?করিনা হয়তো।এর ফলো আমরা হতাশায় ভুগি।হাল ছেড়ে দেই খুব সহজে।

মানুষ সৃষ্টির সেরা জীব।তার মধ্যে এমন কিছু আছে যা তাকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে।তাকে করেছে সেরার সেরা।সেটি হলো তার মস্তিষ্ক।তার চিন্তা চেতনা।তার বিবেক বুদ্ধি।প্রত্যেক মানুষই এই বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মগ্রহণ করে।তবে এগুলো শুধু নিজের মধ্যে থাকাটাই যথেষ্ট নয়।জীবনে চলার পথে এগুলোকে কাজে লাগানো অত্যন্ত জরুরী।আর তারচেয়েও বেশি জরুরী নিজের প্রতি বিশ্বাস রাখা।মানুষকে সৃষ্টিকর্তা এমন কিছু ক্ষমতা দিয়েছেন যেগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে মানুষ অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে।এর জন্য তাকে বিশ্বাস করতে হবে যে সে পারবে।সামান্য একটু আত্মবিশ্বাস একটা মানুষকে অনেকদূর নিয়ে যেতে পারে।জীবনে চলার পথে অনেক কঠিন কিছুর সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়।তবে সৃষ্টিকর্তা আমাদের সামনে সেই বাধাগুলো এজন্যই রাখেন কারণ তিনি জানেন যে আমাদের সেই বাধা অতিক্রম করার ক্ষমতা রয়েছে।আমরা নিজেদের উপর বিশ্বাস রেখে এবং আপ্রাণ চেষ্টায় অবশ্যই বাধা অতিক্রম করতে পারি।

যেকোনো সমস্যায় ভেঙ্গে পড়া কোনো কাজের কথা নয়।এতে কখনোই সমস্যার সমাধান হয়না।বরং ক্ষেত্রবিশেষে সমস্যা বাড়তে পারে।তাই কোনো সমস্যায় পড়লে আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমরা অবশ্যই সেই সমস্যা সমাধান করতে পারব।নিজের সামর্থ্যের উপর ভরসা রাখা জরুরী।তাহলে ঠিকই আমরা সমস্যার সমাধান করে জীবনে সুখী হতে পারব।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment