সৌদির কোভিড ভ্রমণ আইন ভঙ্গ করলে ৩ বছরের নিষেধাজ্ঞা

সম্প্রতি সাউথ এশিয়ার দেশগুলোতে করোনার ভ্যারিয়েন্টে প্রকোপ বাড়ায় সৌদি আরব  নাগরিকদের প্রতিবেশি  প্রায় ১৬ টি দেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলেছে । এই নিয়ম অমান্য করলে  নাগরিকদের হবে ৩ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা ও জরিমানা।  

সৌদি আবর মঙ্গলবার (২৭ জুলাই) সতর্ক করে  বলেছে, কোভিড-১৯ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে তাদের করা কালোতালিকাভূক্ত দেশগুলোতে নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে। খবর এএফপি’র।

টুইটার বার্তায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘চলমান করোনাভাইরাস মহামারী এবং এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কালোতালিকাভূক্ত দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছে। আর সেটা সরাসরি হোক বা অন্য কোন দেশ হয়ে হোক।’ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘করোনাভাইরাসের নতুন রুপান্তরিত ধরণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

Leave a Comment