শুক্রবার কেনাবেচা বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা

সামনে ঈদ। যার কারণে এই চরম সময়ে দোকানপাট খুলে দিতে হয়েছে।রমজানের মাঝামাঝি সময়েও দোকানপাট গুলোতে কেনাবেচা তেমন হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

বাংলাদেশের রাজধানীর শপিংলগুলোতে জমছে না ঈদের কেনাবেচা।লোকজন শুধু রমজান মাসের প্রয়োজনীয় সামগ্রী এবং ছোটদের জন্যই কেনাকাটা করছেন।

প্রতিবছরই ঈদ,রমজান কে কেন্দ্র করে একটা টার্গেট করে রাখেন তারা।তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনাকালিন সময়ে রাস্তাঘাটে গাড়ি যানচলাচল ই বন্ধ।এমন অবস্থায় বেশিরভাগ মানুষই তাদের ঈদ কেনাকাটা করতে পারছেন না।দোকানগুলোতে ক্রেতার সংখ্যা খুবই কম।এমতাবস্থায় তারা খুবই হতাশ।বিক্রি কেমন হবে তা নিয়ে তারা রয়েছেন শঙ্কায়।তবে তারা আগামী শুক্রবারের আশায় আছেন।৩০ তারিখ শুক্রবারেই হয়ত জমবে কেনাকাটার আসর। এ আশায় বুক বেঁধে আছেন তারা।



Leave a Comment