রংপুরে মেট্রোপলিটন পুলিশ ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে

রংপুর মেট্রোপলিটন পুলিশ (ডিবি) রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সোমবার (২২ মার্চ) বিকালে (ডিবি) কার্যালয়ে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর নবাবগঞ্জ বাজারে পরিবেশ দূষণকারী পলিথিন বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪ ব্যক্তির মালিকানাধীন পলিথিনের দোকান ও গুদামে অভিযান পরিচালনা করে তিন হাজার ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় নয় লাখ ১২ হাজার টাকা।

অভিযানে শালবন মিস্ত্রিপাড়ার আলাউদ্দিনের ছেলে ওবায়দুল ইসলামের (৩৫) মেসার্স নয়ন স্টোর ও গোডাউন ঘর তল্লাশি করে ষাট বস্তা পলিথিন, নবাবগঞ্জ বাজার এলাকার আমান উল্ল্যাহ খানের (৫৫) দোকান ও গোডাউন থেকে ষাট বস্তা, ফরিদ (৩০) নামে এক ব্যবসায়ীর ভাড়ায় চালিত গোডাউন ঘর তল্লাশি করে চব্বিশ টি পুরাতন প্লাস্টিকের বস্তা ও হনুমানতলা এলাকার আবু তাহেরের গোডাউন ঘর তল্লাশি করে ৮ বস্তা পলিথিন জব্দ করা হয়।

এ ঘটনায় জব্দকৃত পলিথিনের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

Leave a Comment