তুমি তোমার কাছে শ্রেষ্ঠ

আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজের খুঁত গুলো খুজতে যেওনা। আয়নার সামনে দাঁড়িয়ে খুজে বের করো তোমার কাছে তোমার ভালোলাগার জায়গাগুলো।তোমার কি কি তোমার ভালো লাগে। তোমার কোন কোন জিনিসগুলো তোমাকে মুগ্ধ করে। তোমার কোন কোন সৌন্দর্য গুলো তুমি প্রতিনিয়ত একবার হলেও দেখে নিজেই নিজের প্রেমে পড়ে যাও। নিজের প্রতি ভালোলাগা কাজ করে।
কখনো নিজে নিজের খুঁত গুলো বের করে নিজের কাছে ছোট হয়ে যেওনা।পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার খুত বের করা নিয়ে অনেক ব্যস্ত। তাদেরকে এসব নিয়ে ভাবতে দাও।

তুমি তোমার কাছে শ্রেষ্ঠ হও সব সময়।নিজে নিজেকে আরেকটু সুন্দর করে গড়ে তুলে নিজেকে মুগ্ধ করো। যাতে তোমার হাত আছে সেখানে তুমি চেষ্টা করো।

তুমি খাটো,তুমি শুকনা,তুমি কালো, তুমি অমুক,তুমি তমুক এসব অন্যদের বলতে দাও।এসব তুমি তোমাকে বলতে যেওনা। সবসময় ভাববে তুমি তোমার মতো।আর সেটাতেই তুমি শ্রেষ্ঠ।

যা আল্লাহ তোমাকে দিয়েছে তা তো তুমি পাল্টাতে পারবেনা।যা পাল্টাতে পারবে সেদিকে নজর দাও,সেদিকটা বদলানোর চেষ্টা করো প্রতিনিয়ত।

একটা মানুষ ভালো মন্দ মিলিয়েই হয়।এটাকে শুধু নীতি বাক্য ভেবে যারা বসে থাকে তাদের পাত্তা দিওনা। মানতে শিখ। জীবনে প্রয়োগ করতে শিখ।
নিজের ভালোটা যেমন নিতে পারো,অন্যের প্রশংসাটা যেমন শুনতে ভালো লাগে তেমনি খারাপ কিছু বললেও সেটা মেনে নেয়ার মানসিকতা তৈরি করো।

তুমি মানুষ।তোমাকে স্বয়ংসম্পূর্ণ করে পাঠানো হয়নি।এটাই বাস্তব। দৃঢ় সত্য।

reporter: নওমিন

Leave a Comment