দেশে কোন ধরনের ভ্যাক্সিন কতজন নিয়েছেন

দেশে ভ্যাক্সিন দেয়ার কার্যক্রম জোরেসোরে চলছে। সব ধরণের ভ্যাক্সিনই দেশে আসছে বিভিন্ন উৎস থেকে। যেমন- সিনোফার্ম,  ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মর্ডানা।  এই চার প্রকার ভ্যাকসিনই দেশের মানুষ নিতে পারছে। এখন নিবন্ধন প্রক্রিয়া ছাড়াও গ্রামে বয়স্ক ব্যাক্তিরা অগ্রাধিকার দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে পারবে বলে নির্দেশ দিয়েছে সরকার । 

এ লক্ষ্যে আবার ৬দিনব্যাপী টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৭ই আগস্ট থেকে সারা দেশে ৬দিনব্যাপী করোনার টিকা দেওয়ার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই সময় কমপক্ষে ৬০ লাখ লোককে টিকা দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত এক তথ্যে এ পর্যন্ত কোন টিকা কতজন নিয়েছেন তার হিসাব পাওয়া যায় যা নিম্নরূপ – 

ফাইজার – ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন চার হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ২১ জন। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে। এদিকে শনিবার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৩৪ জন।

মর্ডানা –  শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মডার্নার প্রথম ডোজের টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে।

সিনোফার্ম –  শনিবার সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৮০ জন ও নারী ৪৯ হাজার ৭৮৪ জন।এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭২ হাজার ৬২৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন।তাদের মধ্যে পুরুষ ৬৮৬ জন ও নারী ৫৪২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৭ জনে।

Leave a Comment