থাইরয়েড হরমোনের বিপাকীয় ভূমিকা

থাইরয়েড হরমোন আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে।সেই কাজগুলো সম্পর্কে আজকে আমরা জানব।

★শর্করা বিপাকঃ
থাইরয়েড হরমোন গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে দেয়ার মাধ্যমে শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়।

★আমিষ বিপাকঃ
আমিষের সংশ্লেষণে কাজ করে থাইরয়েড হরমোন।

★স্নেহ বিপাকঃ
থাইরয়েড হরমোন মুক্ত ফ্যাটি এসিডের পরিমাণ বাড়ায়।আবার ফ্যাটি এসিডের বিটা অক্সিডেশনও বাড়িয়ে দেয়।বাইল এবং মলের মাধ্যমে কোলেস্টেরল নিঃসরণে সাহায্য করে।ফলে দেহে কোলেস্টেরল এর পরিমাণ কমে।

★থাইরয়েড হরমোন আমাদের শরীরের জন্য ভিটামিনের প্রয়োজনীয়তা বাড়িয়ে দেয়।
★আমাদের বিএমআর বৃদ্ধি করে।
★আমাদের ওজন হ্রাস করে।

এগুলো হলো থাইরয়েড হরমোনের বিপাকীয় ভূমিকা।এই কাজগুলো করার মাধ্যমে হরমোনটি আমাদেরকে সুস্থ থাকতে সহায়তা করে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment