আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার রায় ২ ডিসেম্বর

১০ বছর আগে রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আগামী ২ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। ঢাকা জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান আজ সোমবার এই আদেশ দেন। রংপুর ডেইলীকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাকিলা জিয়াসমিন।


পিপি শাকিলা জিয়াসমিন বলেন, এ মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এ মামলার মোট আসামির সংখ্যা ৬০ জন। তাঁদের মধ্যে ২ জন মারা গেছেন আর ১৬ জন পলাতক রয়েছেন। আর জামিনে থাকা ৪২ জন আসামির জামিন বাতিল করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় ২০১৩ সালের ৮ জুলাই ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ৫৫ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল ২০১৩ সালের ৩০ ডিসেম্বর। সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত বছরের ১৮ আগস্ট। আর যুক্তিতর্ক শুরু হয় এ বছরের ৬ জানুয়ারি। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাত বন্ধু ঘুরতে গিয়েছিলেন আমিনবাজারের বড়দেশী গ্রামে। রাত সোয়া একটার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাঁদের ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এতে একজন প্রাণে বাঁচলেও ছয়জন মারা যান। নিহত ছাত্রদের স্বজনদের দাবি, হামলায় অংশ নেওয়া অধিকাংশ লোকই মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

Leave a Comment