Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    Education

    ছাত্রলীগকে দিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করা হচ্ছে: বাম জোট

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 5, 2023Updated:January 11, 2025No Comments2 Mins Read
    ছাত্রলীগকে দিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করা হচ্ছে: বাম জোট

    ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাঙ্গনে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারি, নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

    জোটের নেতারা অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে। একদিকে সিলেবাস-পাঠ্যক্রমে সাম্প্রদায়িক কূপমণ্ডূক ধ্যানধারণা ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ চেতনাকে নির্বাসনে পাঠানো হচ্ছে, অন্যদিকে ছাত্রলীগকে দিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারি কায়েম করে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করছে।

     

    শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করে দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলোর এই মোর্চা। বিবৃতিতে অবিলম্বে ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সীমাহীন সন্ত্রাস, দখলদারি, সিট ও ভর্তি–বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁস, ছাত্র-শিক্ষকদের নির্যাতন, গণরুম-গেস্টরুমে নির্যাতনের ঘটনা ঘটছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

    বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক এ বিবৃতি দেন।

    বিবৃতিতে নেতারা বলেন, প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেশবাসী দেখতে পায় কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর। ছাত্রসমাজ ও ছাত্ররাজনীতি সম্পর্কে জনমনে বিরূপ মনোভাব তৈরি করে শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই শাসকশ্রেণি পরিকল্পিতভাবে এ ন্যক্কারজনক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এর প্রমাণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। অথচ প্রশাসন, পুলিশ নীরব দর্শক হয়ে থাকছে কিংবা পৃষ্ঠপোষকতা করছে।

    এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সব প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে ছাত্র গণ–আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বাম জোটের নেতারা। একই সঙ্গে সব রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষকে তাঁরা সোচ্চার হওয়ার আহ্বান জানান।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Related Posts

    জাপানে শিক্ষা ব্যবস্থা

    January 30, 2025

    নৈতিক শিক্ষা: অবিচ্ছেদ্য উপাদান

    July 28, 2024

    শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দিল মাউশি

    February 13, 2024
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.