শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘাত ছড়িয়ে দিতে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল। এ ঘটনায় দুজন তরুণ নিহত হয়েছেন, এটা সবচেয়ে দুঃখজনক। শুক্রবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘নিউমার্কেটের যে দোকান থেকে সংঘাতের সূত্রপাত হয়েছে, আমরা তাঁদের রাজনৈতিক পরিচয় জেনেছি। সুতরাং কোনো অবস্থায় এঁদের ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে বলা হয়েছে বা অন্যদের বিষয়ে বলা হয়েছে দায়িত্ব পালন ঠিকমতো করা হয়নি। সে বিষয়টিও দেখা হচ্ছে।’
নিউমার্কেট এবং এর আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিরত সামনে। এখনই তাঁদের ব্যবসা করার সময়। তা ছাড়া গত দুই বছর করোনার কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। সেটা বিবেচনায় নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষার মান উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে অনেক খারাপ তা কিন্তু নয়। এখানে শিক্ষার মান অনেক ভালো, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।’
বিশ্ব র্যাঙ্কিংয়ে বুয়েটের উদাহরণ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বুয়েট র্যাঙ্কিংয়ে এক লাফে অনেক দূর চলে এসেছে। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে। বেশ কটি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। কতগুলো দিকে আরও বেশি নজর দিতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা র্যাঙ্কিং নিয়ে আগে বেশি মনোযোগী ছিলাম না। এখন বিশ্ববিদ্যালয়গুলো মনোযোগী হচ্ছে। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক ভালো করবে।’
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, কৃষি বিভাগের উপপরিচালক জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে চাঁদপুর ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।