সিপিবি নেতাকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে দলটি।

সোমবার রাত ১১টার দিকে মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

রাতে নিজের ফেইসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সিপিবির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতা ডা. সাজেদুল হক রুবেলের মিরপুরের বাড়িতে আজ ২২ নভেম্বর রাতে পুলিশ হানা দেয় ও কাফরুল থানার পরিচয় দিয়ে নিয়ে যায়।

তিনি লিখেন, এখন পর্যন্ত কমরেড রুবেলকে থানায় নেওয়া হয়নি। আমরা তার খবর পাচ্ছি না। সংশ্লিষ্ট থানার কর্তব্যরতরা থানায় নেওয়ার কথা অস্বীকার করছেন।

সিপিবি সমর্থিত সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, মিরপুর ১০ নম্বরে আইডিএস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গত তিন দিন ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন।

তিনি বলেন, সেখানে বিভিন্ন সংগঠনের নেতারা গিয়ে সংহতি জানাচ্ছেন। সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকদের ওই বিক্ষোভে গিয়েছিলেন সাজেদুল হক রুবেল।

কাফরুল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।’

Leave a Comment