হেয়ালিপনা

সুখ তারাটি একলা হাসে
আঁধার মেঘের ভাঁজে,
জোনাকিরা নৃত্য করে
ঝিঁঝিঁর কলতানে।

নিঝুম নিস্তব্ধ রাতে
তরঙ্গ তুলেছে বাতাস
গভীর নিঃশ্বাসে,
বিশ্বাসী কিছু কথা
হারিয়ে গিয়েছে
সময়ের সাথে সাথে।

সন্ধ্যার আহ্বানে
পাখিরা নীড়ে ফিরে,
বিদায়ী সূর্য হেসে যায়
রাত্রি নামার আয়োজনে।

নিয়তির বালুচরে বেঁধেছিলাম
সুখের কুঁড়েঘর,
উড়িয়ে নিয়ে গেছে সব সুখ
বেপরোয়া এক ঝড়।

ভরা পূর্ণিমার রাতে,
এক কোছা জোছনা
কুড়িয়েছিলাম একটু আহ্লাদে,
হৃদয়ে অবরুদ্ধ উচ্ছ্বাস আমার
ভেঙ্গে চুরমার করে দিলো
এক টুকরো কালো মেঘে।

দৃষ্টির অগোচরে শুনি
হাজারো স্মৃতির পদধ্বনি,
স্মৃতি জাগানিয়া সুরে বলে
তারা কিছু ভোলেনি।

স্বস্তির রাহিত্য খুঁজি,
অশ্রু ধোয়া কালো চোখে,
আনন্দ শিশির ঝরে পড়ুক
আমার ম্লান বদনে।

বিস্ময়ের কীর্তিনাশা নদী হয়ে
স্রোতের বাহার গুটিয়ে
কোনো এক মৌন সন্ধ্যায়
দাঁড়িয়ে থাকবো তোমার তটের দুয়ারে।

Writer: Mahazabin Sharmin Priyq

Leave a Comment