সিলেটে আবারো ভূমিকম্প

গত সপ্তাহে ভূমিকম্পের পর আবারো দুই দফা ভূমিকম্প হলো সিলেটে। এক মিনিটের ব্যবধানে এই দুই দফা ভূমিকম্পে কেপে উঠে পুরো শহর। সোমবার (৭জুন) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়।  তারপর আবার ২ মিনিট পর ৬ টা ৩০ মিনিটে আবারো কেপে উঠে সিলেট। 

রিখটার স্কেলে প্রথম ভূকম্পনের মাত্রা ছিলো ৩.৮ এবং পরেরবার মৃদু ভূকম্পন হওয়ায় তা গণনা করা হয়নি। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। 

এর আগে গত ২৯ মে টানা ৭ বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে এবং এর বিস্তার ছিল ১৩ কিলোমিটার। এর মাঝে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ সিলেটে নগরায়নে অধিকতা সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বারবার ভূমিকম্প হওয়ার ফলে সিলেটের কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণসহ জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে নিচ্ছে নানা উদ্যোগ। এরই মধ্যে নগর কর্তৃপক্ষের আহ্বানে পুলিশ, ফায়ার সার্ভিস, নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টরা বৈঠক করে পরে ১০ দিনের জন্য ঝুঁকিপূর্ণ সকল মার্কেট বন্ধের নির্দেশ দেয় সিসিক।

Leave a Comment