সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টায় এ আসনে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, একটানা তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ ৬ আসন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন গত ২ সেপ্টেম্বর মারা যান।

একইসঙ্গে নয় পৌরসভায় সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটির ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ও ৫ পৌরসভায় ওয়ার্ডে উপ-নির্বাচন এবং চার ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন চলছে। সিরাজগঞ্জ উপনির্বাচনে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, শাহজাদপুরের এ আসনে ভোটার রয়েছেন মোট ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। ১৬০টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৯৮টি ভোটকক্ষে চলছে ভোটগ্রহণ।

আওয়ামী লীগের মেরিনা জাহান নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবীর মোটর গাড়ি প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ৯ পৌরসভার ভোট: নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইভিএমে ভোট চলছে। এরমধ্যে খাগড়াছড়ির রামগড় ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Comment