সব আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চালু

করোনা পরিস্থিতিতে টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধে বন্ধ থাকার পর ফের গণপরিবহন চালু হয়েছে। অবশ্য এবার সব আসনে যাত্রী নিয়ে চলাচল করছে বাস।

বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে এ চিত্র দেখা গেছে। এর আগে শিথিল বিধিনিষেধে অর্ধেক আসনে ৬০ শতাংশ বেশি ভাড়ায় যাত্রী পরিবহনের নিয়ম ছিল। এবার পূর্ণ আসনে আগের ভাড়ায় ফিরে গেছে বাস মালিকেরা।

সম্প্রতি এক প্রজ্ঞাপনে বলা হয়, সব আসনে যাত্রী পরিবহন করলেও মোট পরিবহনের অর্ধেক রাস্তায় নামবে।

সড়কের পাশাপাশি বুধবার থেকে সারা দেশে রেল ও নৌ যোগাযোগ চালু হয়েছে। সোমবার রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

করোনা সংক্রমণ রোধে সর্বশেষ কঠোর বিধিনিষেধ শেষ হলো মঙ্গলবার। বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।

এর আগে, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে, কোরবানির ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদ্‌যাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়, যা শেষ হয় ১০ আগস্ট।

Leave a Comment