সত্যি কাঁদলে ভিজে যাবে নাক

আমরা যখন কাঁদি তখন আমাদের চোখের পানি যে নাকেও আসে এ বিষয়টি কি আমরা জানি?অনেকেই জানিনা।তবে আজকের পর আমরা জানব যে আমরা কান্না করলে আমাদের নাকও ভিজে যায়।

সাধারণত ল্যাক্রিমাল গ্রন্থি থেকে আমাদের চোখের পানি নিঃসৃত হয়।তারপর তা আমাদের অক্ষিগোলকের সার্ফেসে চলে আসে।তারপর তা নিচের পাংকটামে যায়।পাংকটাম কি তা আমরা পরে কোনো একদিন জানব।এরপর চোখের পানি যায় উপরের ও নিচের ক্যানালিকুলিতে।তারপর ল্যাক্রিমাল স্যাক নামক অংশে যায়।সেখান থেকে যায় ন্যাসোল্যাক্রিমাল নালীতে।আর এই নালী থেকে অবশেষে যায় নাকের ভিতরের মিটাসে।অর্থাৎ, নাকে।

তাহলে দেখা যাচ্ছে চোখের পানি ল্যাক্রিমাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে তার পরে বিভিন্ন অংশ হয়ে অবশেষে নাকে পৌঁছায়।তাই বলা যায় যে,কোনো ব্যক্তি যখন সত্যি সত্যি কাঁদে তখন তার নাকেও পানি চলে আসে।আর কান্না সত্যি না হলে নাকে পানি আসবে না।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment