“তুই কি আমার হবি?”

তুই কি আমার কালো চোখে
ওয়াটার প্রুফ কাজল হবি?
তুই কি আমার শখের শাড়ির
বিছিয়ে রাখা আঁচল হবি?
তুই কি আমার দু’হাত ভরা
ডজন খানিক চুড়ি হবি?
তুই কি আমার দীঘল চুলের
লম্বা একটা বেণী হবি?
তুই কি আমার বাঁকা দাঁতের
মন ভুলানো হাসি হবি?
তুই কি আমার বাগানে ফোঁটা
কয়েক গুচ্ছ কাঠগোলাপ হবি?
তুই কি আমার উপন্যাসের
ঐ পাগল ছেলেটা হবি?
তুই কি আমার বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা
শুকনো গোলাপ-পাঁপড়ি হবি?
তুই কি আমার মনের আকাশের
এক ফালি চাঁদ হবি?
তুই কি আমার বোতলে রাখা
একমুঠো জোনাক হবি?
তুই কি আমার ঠোঁটের পাশে
ছোট্ট একটা তিল হবি?
তুই কি আমার পুরোটা জুড়ে
ভাললাগার চাদর হবি?
তুই কি আমার আকাশ দেখার
সঙ্গী হবি?
এইরে! অবাক হলি? হিহিহিহি!!
আচ্ছা, শোন-
উদাস বিকালে কিংবা বিষণ্ন সন্ধ্যায়
অথবা মন খারাপের রাতে
একটু সঙ্গ দিস না হয়? তাতেই হবে।
কিরে দিবি তো?

কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া

Leave a Comment