শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ শনিবার বিইউপি ইন্টারন্যাশনাল মডেল কনফারেন্স বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা পরিস্থিতিতে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।