ব্যথা উপশম হয় যেভাবে

বিভিন্ন ঘটনায় শারীরিক আঘাতের ফলে আমরা ব্যথাপ্রাপ্ত হই।সেই ব্যথা উপশমের কিছু সিস্টেম আমাদের শরীরে মধ্যেই দেয়া আছে।সেই সিস্টেমটি হলো এনালজেসিয়া সিস্টেম।এটি দুই ধরনের-
১.ডিসেন্ডিং পেইন ইনজিবিটরি সিস্টেম
২.গেট কন্ট্রোল সিস্টেম

ডিসেন্ডিং পেইন ইনহিবিটরি সিস্টেম এর মধ্যে তিনটি কম্পোনেন্ট আছে।যেমন-
*পেরিএকুইডাক্টাল গ্রে এরিয়া
*‌র‌্যাফে ম্যাগনাস নিউক্লিয়াস
*পেইন ইনহিবিটরি কমপ্লেক্স

ব্যথা কমানোর জন্য অনেকগুলো সাবস্টেন্স থাকে।যেমন-
*বিটা এন্ডরফিন
*মেটেনকেফালিন
*লিউয়েনকেফালিন
*ডাইনরফিন

এই উপাদান ও সিস্টেম সক্রিয় হলে আমাদের ব্যথা সৃষ্টি হওয়া ব্লক হয়ে যায়।ফলে আমরা ব্যথা অনুভব করা থেকে মুক্তি পাই।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment