বৃটেনে স্থূল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় জাঙ্কফুড এর উপর বিধিনিষেধ আরোপ

ব্রিটেন এ স্থূল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় জাঙ্কফুড এর উপর বিধিনিষেধ আরোপ করছেন ব্রিটিশ সরকার।যেখানে বলা হয়েছে আগামী বছর থেকে দেশের টেলিভিশনগুলো তে রাত নয়টার আগে মশলাদার চর্বি চিনি যুক্ত জাঙ্কফুড এর বিজ্ঞাপন প্রচার করা যাবে না।দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়,ওই দেশে প্রতি চারজন মানুষের মধ্যে একজন স্থূল যার পিছনে রয়েছে অতিরিক্ত চর্বি,চিনি জাতীয় ফাস্টফুড খাবারের বিরূপ প্রভাব বলে জানান তারা।নতুন এই নিয়মে দেশটিতে জাঙ্কফুড এর বিক্রি একেবারেই বন্ধ হবে না শুধু এর উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জো চার্চিল বলেন,এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা এবং ‘জাতীয় ক্যালরি গণনা থেকে কোটি কোটি ক্যালরি বাদ দেয়া’।

Leave a Comment