ফেসবুকের কাছে তালেবান সন্ত্রাসী

একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তালেবানকে । এমন সব কনটেন্টও নিষিদ্ধ করেছে পাশাপাশি বাহিনীটিকে ও তাদের কার্যকলাপকে সমর্থন করে । এ তথ্য জানানো হয় আজ মঙ্গলবার বিবিবির খবরে।

ফেসবুক জানায়, যে তাদের আফগান বিশেষজ্ঞদের একটি দল আছে । আর এই দল তালেবানের সঙ্গে সম্পৃক্ত এমন সব কনটেন্ট পর্যবেক্ষণ ও সরিয়ে দেওয়ার কাজ করছে তারা মন্তব্য করে । তবে এই নীতি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের অন্যান্য প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য ।

তবে এরই মধ্যে খবরে বলা হচ্ছে, তালেবান নিজেদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে । ফেসবুক বিবিসিকে আর জানিয়েছে, তাদের অ্যাপ থেকে কোনো অ্যাকাউন্টকে তালেবানের সঙ্গে সম্পৃক্ত দেখতে পেলে ব্যবস্থা নেওয়া হবে ।

আর তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্টকে টুইটার ও ইউটিউব—কে, কীভাবে দেখছে, তা-ও নিরীক্ষা করে দেখা হচ্ছে।

Leave a Comment