ফার্মেসিতে করোনার টিকা: ৩ জনকে আসামি করে মামলা

রাজধানীর দক্ষিণখানে ফার্মেসি থেকে করোনার টিকা দেওয়ায় তিন জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিকদার শামীম তালুকদার রাইজিংবিডিকে বলেন, ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে প্রধান করে তিন জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, বুধবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ২০টি টিকার বক্স জব্দ করা হয়। প্রতিটি বাক্সে ১০টি করে ইঞ্জেকশন থাকে। এসময় ফার্মেসিতে এক দম্পতিকে করোনার টিকা দেওয়া হচ্ছিল। পরে ওই দুটি টিকাও জব্দ করা হয়। সরকারি টিকা ফার্মেসিতে কীভাবে আসলো, এর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত কি না সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Leave a Comment