পলিটিক্যাল লিডারশিপে যদি সমঝোতা না থাকে, আমি তো মুরব্বি হতে পারবো না

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম সমঝোতার আহ্বান জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নিজের প্রথম কর্মদিবসে সোমবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন নতুন চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমানও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমঝোতা সৃষ্টির চেষ্টা করতে হবে। মুখ ফিরিয়ে রাখলে দূরত্ব আরও বাড়বে।

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বকে আমরা সহায়তা করবো। রাজনৈতিক নেতৃত্ব যদি রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা না করে, পলিটিক্যাল লিডারশিপে যদি ন্যূনতম সমঝোতা না থাকে, আমি তো তাদের মুরব্বি হতে পারবো না। তারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি অভিজ্ঞ।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা অনুনয়-বিনয় করবো- আপনারা নিজেদের মধ্যে সমঝোতা সৃষ্টি করেন। একটা চুক্তিবদ্ধ হন যে আপনারা নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করবেন, ওখানে সহিংসতা করবেন না। কেউ কাউকে বাধা দেবেন না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের যে দায়িত্বটা রয়েছে, সেটা যদি শেয়ার না করেন, তাহলে নির্বাচন কমিশন এককভাবে যে কাজ করবে সেখানে সীমাবদ্ধতা দেখা দেবে।’

কমিশন আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে জানিয়ে সিইসি বলেন, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন করে গণতন্ত্রকে সুসংহত করতে চেষ্টা করবেন।

Leave a Comment