নিজেকে অন্যের সাথে কেন তুলনা করেন?

তুলনায় জীবনটাকে থামিয়ে দিবেননা।
বাস্তবে কোন কিছুই কারও সাথে মিলেনা।বিধাতা প্রত্যেকেকেই আলাদা আলাদা ভাবে তৈরি করেছেন।একেকজনকে এক এক রকম বিশেষত্ব দিয়েছেন।
আলাদা আলাদা সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, ভালোলাগা খারাপলাগা দিয়েছেন। বিপদ আপদের ধরণটাও আলাদা।

তাই অন্যের এটা আছে আমার নাই, ও এটা করেছে আমারও করতে হবে। ও ভালো আছে,আমি কেন নেই। এসব ধারনা গুলো মনের ভিতর রেখেই ঝেরে ফেলুন।বাইরে আনতে গেলেই আপনার ক্ষতি।

নিজের যা আছে তার দিকে একবার আর অন্যের জিনিসের দিকে বারবার তাকাবেন, আর অন্যের ভালোথাকা আপনাকেও ভালোরাখবে এমনটা ভাবা বোকামি।
এটা মনে রাখবেন আপনি অপরের তাই দেখেন যা সে আপনাকে দেখায়।ঠিক তেমনি আপনাকেও অপর কেউ ততটুকুই দেখবে যা আপনি দেখাবেন।

তাই অন্যের দিকে নজর দিয়ে সময় নষ্ট করবেন না। নিজের যা আছে তার যত্ন নিন। সময় দিন।কিভাবে আরেকটু ভালো করা যায়,কিভাবে একটু পরিবর্তন আনা যায় সে দিকে খেয়াল রাখুন।
একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার যা আছে তা আপনারই।আপনার বিশেষত্ব ওখানেই।কেউ তা নিতে পারবেনা।
অন্যদের নিয়ে প্রতিযোগিতায় যাবেননা।বরং নিজের সাথে প্রতিযোগিতা করেন।কিভাবে আজকের থেকে আগামীকালটা আরেকটু ভালো করা যায় সেদিকটার প্রতি যত্ন নিন।
অন্যের কি আছে নাই,ভালো আছে না মন্দ আছে এসব দেখা সময় অপচয় ছাড়া আর কিছুই না।

নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের যত্ন নিন। দেখবেন আপনিও ভালো আছেন। সুখে আছেন।
অন্যকে দেখে আর আপনার হিংসা হবেনা।
বরং নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন।
তুলনা করে সামনের উজ্জ্বল আলোগুলো নিভিয়ে দিবেননা। নিজের আলোয় আলোকিত করেন নিজের জীবন। আপনার আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাটা আপনিই হবেন।

নওমিন

Leave a Comment