দেশের বেসরকারি প্রতিষ্ঠানের উপর আরোপিত কর তুলে দেওয়ার দাবি সিলেটের শিক্ষার্থীদের

৬ জুন রোববার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে সিলেট এর শিক্ষার্থীরা।এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা।কর্মসূচি চলাকালীন সময়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন,”দীর্ঘ ১৫ মাস যাবৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।শিক্ষার্থীরা লেখাপড়া থেকে সরে যাচ্ছে,স্কুল কলেজ বন্ধ থাকায় তারা ক্লাস করতে পারছে না।অথচ দেশের সকল হাটবাজার,অফিস আদালত,শপিংমল সব খোলা রয়েছে।এতে করোনা সংক্রমণ হয় না,করোনা হয় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গেলে।এভাবে ছুটি বাড়াতে থাকলে বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা একেবারেই ধ্বংস হয়ে যাবে।বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে।কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবলেও তাদের আর্থিক সুরক্ষার কথা ভাবছে না সরকার।ক্যাম্পাস বন্ধ থাকলেও নতুন বাজেট অনুযায়ী সকল বেসরকারি প্রতিষ্ঠানের উপর ১৫ শতাংশ ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্যাক্স এর বোঝা এর  আগেও বহুবার  শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল,কিন্তু তখন শিক্ষার্থীরা একত্রিত ছিল বিধায় তারা তা প্রতিরোধ করতে পেরেছিল।কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পেয়ে শিক্ষার্থীদের উপর অনেক বেশি ট্যাক্স প্রস্তাব করা হয়েছে যা এর আগেরবারের তুলনায় অনেক বেশি।তাই আজ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।আজকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর অন্যায়ভাবে কর চাপানো হলো,কাল অন্য প্রতিষ্ঠানের উপর এমন অন্যায় সিদ্ধান্ত চাপানো হবে। তাই আমরা আজ আন্দোলন করতে পথে নেমেছে।আমরা চাই এই ১৫% কর এর প্রস্তাব সরকার উঠিয়ে নিক এবং আমরা শ্রেণীকক্ষে ফিরতে চাই।”উক্ত আন্দোলনে সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।


Leave a Comment