ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হচ্ছে

আজকের পর থেকেই রাজধানী ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হচ্ছে। আজ মঙ্গলবার রাত ১২ টার পর ঢাকায় কোনো ট্রেন ঢুকতে পারবে  না, বেরও হতে পারবে না। 

আজ রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, “ঢাকায় সংক্রমণ ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না।”

এর আগে গতকাল সোমবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানীকে সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এই বিধিনিষেধ চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

এই সাত জেলা হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না। ঢাকা থেকে যাত্রীবাহী নৌযানও চলবে না। এবার বন্ধ হলো ট্রেন চলাচলও।

Leave a Comment