ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাবি শিক্ষক হাফিজুর রহমানের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান জামিন পেয়েছেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত বছরের আগস্টে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শেখ হাফিজুর রহমান।

এ শিক্ষকের আইনজীবী নাজমুল হুদা বলেন, গত ফেব্রুয়ারি মাসে এ মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান তাঁর মক্কেল শেখ হাফিজুর রহমান। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত বছরের ২ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক। ওই বছরের ২৩ জুলাই হাফিজুর রহমান ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে তিনি সঙ্গে সঙ্গে লেখাটি মুছে ফেলে ক্ষমা চান।

Leave a Comment