“অস্তিমিত সুখকথন”

আমি কিছুই ভুলিনি, প্রিয়ম
আপনার দেয়া যত কথা,
মন ভুলানো আপনার সেই হাসি,
চোখের তারায় লুকোনো দুষ্টুমি,
আমার রাগান্বিত চেহারার দিকে আপনার আড় চোখের দৃষ্টি।

আমি কিছুই ভুলিনি, প্রিয়ম
মাঝ রাতে ঘুম ভাঙিয়ে চোখে চোখ রাখার বায়না,
তাহাজ্জুদে উঠতে দেরি হলে
গ্লাসে রাখা পানিতে মুখ ভিজিয়ে দেয়া,
মুনাজাতে আমাকে আরো বেশি ভালোবাসবার আপনার যে আকুতি, তা আমি কী করে ভুলি?

আমি কিছুই ভুলিনি, প্রিয়ম
আমার হালকা জ্বরে আপনার অস্থিরতা,
রাত জেগে হাত ধরে বসে বসে চোখের জল ফেলা,
শুধু আমারই জন্য আপনার নিয়মতান্ত্রিক জীবনে অনিয়মের পাবন্দি। আমি এ জীবনে কীভাবে ভুলতে পারি?

আমি কিছুই ভুলিনি, প্রিয়ম
একসাথে চা পানে হঠাৎ উঠে গেলে, আমার কাপে দেয়া আপনার চোরা চুমুক।
রোজ সকালে ঘুম জড়ানো  কন্ঠে আপনার বলা,’খুব ভালোবাসি প্রিয়া’।
ঘুমাতে যাবার আগে আমার পানে অপলকে চেয়ে থাকা চোখ দুটো আমি এখনো খুঁজি। আর পাই না কেন দেখা, সেই আকুলিত চোখের?

আপনি কথা রাখেননি, প্রিয়ম।
কু্ঁচকানো চামড়ার ভাঁজে নতুন করে প্রেমে পড়ার যে আকাঙ্ক্ষা,
এক সাথে বৃদ্ধ হবার যে সুতীব্র বাসনা,
এ স…ব কিছু  পূর্ণ করার আগেই আপনি ফিরে গেছেন রবের সান্নিধ্যে।
সেখানে কেমন আছেন প্রিয়ম, আমাকে একা ফেলে?

“অস্তিমিত সুখকথন”
✍️মেহেজাবীন শারমিন প্রিয়া।
০২.০৪.২০২২

Leave a Comment