ডায়াবেটিস এর আদ্যপান্ত

বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচলিত একটি রোগ হলো Diabetes Mellitus তথা Diabetes.আমাদের শরীরে ইনসুলিনের অভাব দেখা দিলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় যাকে বলা হচ্ছে Hyperglycemia.আর এই Hyperglycemia যখন দীর্ঘদিন স্থায়ী হয় তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটিই হচ্ছে Diabetes Mellitus(DM).
এর কিছু টাইপ রয়েছে।যেমনঃ
* Type 1 or Insulin dependent DM.
এক্ষেত্রে 70-90%% বিটা কোষ ধ্বংস হয়ে যায়।
* Type 2 or Non insulin dependent DM.
যা Insulin resistance এবং বিটা কোষের Desensitization এর কারণে হয়ে থাকে।
* Type 3 Secondary diabetes mellitus.
Endocrinopathies,Pancreatic disease,Chronic liver disease,Drug abuse এর কারণে secondary DM হয়ে থাকে।
* Type 4 Gestational diabetes mellitus.
আগে DM না থাকা নারীর গর্ভাবস্থায় রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে hyperglycemia হলে সেটিকে বলা হয় gestational diabetes mellitus.

🔴 কেউ DM এ আক্রান্ত কিনা তা জানার জন্য HbA₁c পরিমাপ করা হয়।এর মান 5.7% এর কম হলে ব্যক্তির অবস্থা স্বাভাবিক, 5.7-6.4% হলে সেই অবস্থাকে pre diabetes এবং মান 6.5% এর সমান বা বেশি হলে ব্যক্তির DM আছে বলে ধরা হয়।

🟢 এবার Diabetes mellitus এর জটিলতা বা complication গুলোতে আসা যাক।এক্ষেত্রে যে complication গুলো হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
✳️.Acute complications
✳️.Chronic complications

Acute complications এর মধ্যে রয়েছে-
☑️Diabetic coma
☑️Acute circulatory failure
☑️Lactic acidosis

আর Chronic complications এর মধ্যে রয়েছে-
☑️Macro vascular complications যেমন-
-Coronary artery disease
-Cerebro vascular disease
-Peripheral vascular disease

☑️Micro vascular complications যেমন-
-Diabetic nephropathy
-Diabetic retinopathy
-Diabetic neuropathy

☑️Diabetic cataract.

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment