চীনের মার্শাল আর্ট সেন্টারে আগুন, নিহত ১৮

ছোট্ট শিশুরা আত্মপ্রতিরক্ষার জন্য শিখত মার্শাল আর্ট। বয়স হবে ৭ থেকে ১৬। আর্ট সেন্টারেই  আবাসিক ছাত্র হিসেবে থাকতো তারা৷ সেটাই কাল হয়ে দাড়ালো তাদের জন্য ।  

চীনের হেনানপ্রদেশের সেই  মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে শুক্রবার রাতে আগুন লাগে । এ ঘটনায় ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায় । আহত হয়েছে ১৬ জন। জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চেভেলে এ তথ্য জানিয়েছে।

দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। সিজিটিএন’র বরাতে ডয়চেভেলের প্রতিবেদনে বলা হয়, ‘আগুন লাগার পর তা দ্রুত সময়ের মধ্যে নিভিয়ে ফেলা হয়। 

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।’ এ ঘটনায় মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আগুন লাগার সময় আর্ট সেন্টারটিতে ৩৪ জন ছাত্র ছিল। 

চীনে আগুন লাগার ঘটনা এটিই প্রথম নয়।   প্রায়ই এরকম ঘটনা  ঘটে সেখানে । এর আগে ২০০০ সালে ক্রিসমাস ডেতে প্রদেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Comment