টিকা গ্রহণে বেড়েছে আগ্রহ খানসামায়

দিনাজপুরের খানসামা উপজেলায় কোভিড-১৯ গণটিকা প্রদান কার্যক্রম শুরু আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে ইতিপূর্বের চেয়ে এবার কোভিড-১৯ টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে ।

শনিবার (৮আগস্ট) সকাল থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে এই কার্যক্রম শুরু গণটিকা প্রদানের ১ম দিনে লক্ষ্যমাত্রা অনুযায়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৬টি টিকাদান কেন্দ্রে মোট তিন হাজার চারশ মানুষকে করোনা টিকা প্রদান করা হয়

গণটিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে টিকাকেন্দ্র গুলো পরিদর্শন করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ডা.নারায়ণ চন্দ্র রায় জয়, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ও স্বাস্থ্যকর্মীগণ

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান বলেন, ইউনিয়ন পর্যায়ে গণটিকা প্রদান কার্যক্রমের প্রথম দিনে লক্ষ্যমাত্রা শতভাগ সফল হয়েছে পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় নিয়ে আসতে সরকার নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্যকর্মীগণ প্রস্তুত আছে

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, গণটিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ইউনিয়ন পরিষদ সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাঁর ফল হিসেবে গণটিকার প্রথম দিনে লক্ষ্যমাত্রা অর্জিত

Leave a Comment