জরিমানা করায় এক ঘণ্টা আগেই বাংলাবাজার-শিমুলিয়া লঞ্চ চলাচল বন্ধ

অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ এনে জরিমানা করায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ মালিক সমিতি।

দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা থাকলেও এক ঘণ্টা আগে রবিবার বেলা ১১টাতেই লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ মালিক সমিতি।

লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, শিবচরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো শিমুলিয়াতে ভিড়ার পড়েই অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ এসে কর্তৃপক্ষ ৫ হাজার টাকা করে জরিমানা করছে। এতে ক্ষুব্ধ হয়ে লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘বাংলাবাজার ঘাট থেকে প্রশাসনের উপস্থিতিতেই গুনে গুনে যাত্রী তোলা হয় লঞ্চে। ঘাটে হাজার হাজার যাত্রীর চাপ। এর মধ্যেও লঞ্চগুলো ধারণক্ষমতার কম যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে। অথচ শিমুলিয়া পাড়ে যাওয়ার পর জরিমানা করা হচ্ছে লঞ্চগুলোকে।

এ কারণে লঞ্চ মালিকেরা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয়। ১১টা থেকে সিদ্ধান্ত মতে আমরা লঞ্চ বন্ধ করে দিয়েছি।’

Leave a Comment