জমি নিয়ে বিরোধের কারনে ১ ব্যক্তি নিহত

জেলার কালীগঞ্জ উপজলার জমি নিয়ে বিরোধের কারনে আবুল কালাম আজাদ (৬৫)নামে ১ ব্যক্তি নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে কালীগঞ্জ উপজেলার বৈরাতী এলাকায় এই হত্যাটি হয়। নিহত আবুল কালাম আজাদ উপজেলার বৈরাতী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মৃত মহির উদ্দিন ছেলে মেহের আলী (৫৫), সাথে বিরোধ চলছিল আপন চাচাতো ভাই আবুল কালাম আজাদের। গতকাল ২৭ জুলাই সকালে আবুল কালাম আজাদ এর বাড়ির পূর্বপাশে সেই জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিত ভাবে আবুল কালাম আজাদের উপরে মেহের আলী ও তার লোকজন কিলঘুষি মারে। এক পর্যায়ে আবুল কালাম আজাদের পুরুষাঙ্গ চেপে ধরে ভয়ানক ভাবে আহত করেন মেহের আলী।

পরে স্থানীয়রা আবুল কালাম আজাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান,হাসপাতালে আসার অনেক আগেই আবুল কালাম আজাদ মারা গেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি নিহতের শরীরে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment