চোখের বিভিন্ন অংশে ক্ষতের ফলাফল

কোনো বস্তু আমাদের দেখতে পাওয়া অনেক বড় একটি পদ্ধতি।আমাদের দেখতে পাওয়ার মাঝে চোখের অনেকগুলো অংশ কাজ করে।এদের এক একটির ক্ষতর ফলে এক এক রকম রোগ হয়।আজ আমরা সেই সম্পর্কে জানব।

অপটিক নার্ভে ক্ষত হলে যে রোগটি হয় সেটি হলো পুরোপুরি না দেখতে পাওয়া।যে চোখের নার্ভে সমস্যা হয় সে চোখ দিয়ে আমরা কিছুই দেখতে পারিনা।

অপটিক কায়াজমার আনক্রসড ফাইবারে ক্ষত হলে হয় ন্যাজাল হেমিআনোপিয়া।
আর ক্রসড ফাইবারে ক্ষত হলে হয় বাইটেমপোরাল হেমিআনোপিয়া।

অপটিক ট্রাক্টের ক্ষতের ফলে হয় কন্ট্রাল্যাটেরাল হোমোনিমাস হেমিআনোপিয়া।

অপটিক রেডিয়েশন এর ক্ষত হলে হয় কন্ট্রাল্যাটেরাল হোমোনিমাস হেমিআনোপিয়া।

ভিজুয়াল কর্টেক্সের ক্ষতর ফলেও হয় কন্ট্রাল্যাটেরাল হোমোনিমাস হেমিআনোপিয়া।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment