“চিরনিদ্রা”

আজ অনেকদিন বাদে
আমি হাঁটতে বেড়িয়েছি!
নগ্ন দু’পায়ে আমি
শিশির ভেজা ঘাস ছুঁয়েছি।

আজ অনেকদিন বাদে
আমি আকাশ দেখতে বেড়িয়েছি!
নীলিমার নীল অন্তরীক্ষে আমি
সাতরঙা মেঘের ছুটে চলা দেখেছি।

আজ অনেকদিন বাদে
আমি শিউলী তলায় গিয়েছি!
ঝড়ে পড়া অজস্র শিউলী ফুলের
সৌন্দর্যে আমি বিমোহিত হয়েছি।

আজ অনেকদিন বাদে
আমি তালাবদ্ধ শাড়ির আলমারি খুলেছি!
হালকা নীল জামদানি শাড়ি পড়ে
আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেছি।

আজ অনেকদিন বাদে
আমি হালকা কাজলে চোখ আর
টকটকে লাল রঙ্গে ঠোঁট রাঙ্গিয়েছি।

আজ অনেকদিন বাদে
আমি বৃষ্টিতে ভিজেছি!
বৃষ্টির প্রতি ফোঁটা আচমকা স্পর্শে
আমি ভিতর থেকে স্পন্দিত হয়েছি।

আজ অনেকদিন বাদে
আমি রাতের কোলে শুয়েছি।
ঘনকালো অন্ধকারে,ঝিঁঝিঁর কোলাহলে
নিশুতি রাতটা যেন খানিকটা থমকে গেছে।

আজ অনেকদিন বাদে
আমি নষ্ট স্মৃতির রেশ কাটিয়ে
নিশ্চিন্তে একটু ঘুমিয়েছি।
আমাকে আর ডেকো না।
স্মৃতিগুলোর অত্যাচারে আমি
অনেকদিন ভালমতো ঘুমাইনা।
আজ একটু ঘুমোতে চাই,
শান্তির চিরনিদ্রা।

writer: মেহেজাবীন শারমিন প্রিয়া

Leave a Comment