চালের আমদানি শুল্ক ১০% কমাল সরকার

দেশের চালের বাজার সহনীয় রাখতে আমদানি বাড়াতে শুল্ক ১০ শতাংশ কমাল সরকার। বর্তমানে চাল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। নতুন সিদ্ধান্তের ফলে এখন ১৫ শতাংশ শুল্ক দিয়ে সিদ্ধ ও আতপ চাল আমদানি করা যাবে।

করোনা মহামারির মধ্যে চালের দামের ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমানোর পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়, চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ হতে ১০ শতাংশ এবং শর্ত সাপেক্ষে সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হল।

তবে এই সুবিধা অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর।

এখন বিদেশ থেকে চাল আমদানির ক্ষেত্রে মোট ৬২ দশমিক ৫০ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক দিতে হত। এখন থেকে সব মিলিয়ে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

এরমধ্যে আমদানি শুল্ক হিসেবে দিতে হবে ১৫ শতাংশ, অগ্রীম কর হিসেবে ৫ শতাংশ এবং অগ্রীম আয়কর হিসেবে দিতে হবে আরও ৫ শতাংশ।

Leave a Comment