চাঁপাইনবাবগঞ্জে নতুন অক্সিজেন প্লান্ট উদ্বোধন

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দুর্ভোগ নিরসনের জন্য আজ (২ জুন) চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে একটি তরল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মনজুরুল হাফিজ এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়। 

মেডিকেল অফিসার ও হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটের চিকিৎসক ডাঃ নাহিদ ইসলাম জানান, এই প্লান্ট থেকে অক্সিজেন বহনকারী ট্যাঙ্কার এর মাধ্যমে প্রথমে ৫,৬৪৪ লিটার তরল অক্সিজেন কেন্দ্রীয় হাসপাতালের সিলিন্ডারে স্থানান্তরিত করা হয়েছে যা রোগীদের সরবরাহ করা হয়। 

করোনা ভাইরাসের রোগীরা এই অক্সিজেন প্লান্টটি থেকে উপকৃত হবেন। পুরো পরিস্থিতিটি প্রথমে দুই থেকে তিন দিন পর্যবেক্ষণ করা হবে। সফল পর্যবেক্ষণের পরে  করোনা ভাইরাস চিকিৎসার ইউনিট  ১৮-শয্যা থেকে ৩০ শয্যাতে উন্নীত করা হবে  ডাঃ নাহিদ জানিয়েছেন । তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি ৫০ শয্যাতে উন্নীত করা হবে, বর্তমানে সদর হাসপাতালে মোট ২১ টি করোনভাইরাস আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। 

Leave a Comment