করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে হুর বেগম (৭০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে এসে তিনি মারা যান।খোঁজ নিয়ে জানা গিয়েছে,তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।চিকিৎসক তাকে করোনা টেস্ট এর পরামর্শ দিয়েছিলেন।এরই মধ্যে হটাৎ তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তিনি নমুনা দিতে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেওয়ার আগমুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।এর আগে করোনাভাইরাস শনাক্তের নমুনা দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে ইকবাল (৪৩) নামে এক ব্যক্তি মারা যান। বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।চিকিৎসকের সাথে কথা বলে জানা যায় মৃত দুজন ব্যক্তি করোনা সাস্পেক্টেড ছিলেন। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২৪৪ জনের করোনা শনাক্ত হয়। মৃতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী রয়েছেন। শনাক্তের হার ৪৭ দশমিক ১ শতাংশ ছাড়িয়েছে।

Leave a Comment