কবিতা

ফাগুন ভোর
হিমশীতল বাতাস;
তোমার অনুপস্থিতিতে
আমার দীর্ঘশ্বাস।

বিষাদ সকাল
অভিমানী তুমি
কথা না বলার যন্ত্রণায়
বিদগ্ধ আজ আমি।

শোকার্ত আকাশ
কোকিকের কুহুতান;
একাকিত্বে ভীড়ে
সমূহ সুখের অবসান।

ব্যস্ত সড়ক
লাল নীল বাতি;
কেউবা গোপনে কাঁদে
হারিয়ে সুখের সাথী।

ভাঙ্গা আয়না
অস্তমিত রবি,
ছন্দহীনা আমি
হয়েছি ব্যর্থ কবি।

অস্ফুট কলি
শিশিরস্নিগ্ধ পলাশ;
মানসনেত্রে দেখি
আমার শুভ্র লাশ।

নিশ্চুপ বৃক্ষ
বয়ে চলা নদী;
বাল্যের সময়গুলো
ফিরে পেতাম যদি!

শান্ত পুকুর
নীড় হারা পাখি;
চলো না সব ভুলে
ফের হাতে হাত রাখি!

____||তিক্ততা
মেহেজাবীন শারমিন প্রিয়া

Leave a Comment