ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু ৭ আগস্ট

মঙ্গলবার ২৭ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত  ‘লকডাউন’ সম্পর্কিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে , আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হবে। 

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হলে  মানুষ শুধু জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে।  রেজিস্ট্রেশন দরকার হবে না।  সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করবে। 

গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলো কাজে লাগিয়ে এই টিকাদান কর্মসূচি চলবে। দিনে সাড়ে ৮ লাখ করে প্রতি সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।

টিকার ঘাটতি আর হবে না দেশে। পুরো দেশের মানুষকে কিভাবে অতি দ্রুত  টিকার আওতায় আনা যায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। 

Leave a Comment