আমাদের শরীরে অক্সিটোসিন হরমোনের কাজ কি?

মানুষের পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত একটি হরমোন হলো অক্সিটোসিন হরমোন।এটি একটি পলিপেপটাইড হরমোন।মোট ৯টি এমিনো এসিড দ্বারা এই হরমোন গঠিত।
আজ মানবদেহে অক্সিটোসিন এর কাজ সম্পর্কে আমরা জেনে নেব।

*গর্ভবতীর জরায়ুর উপরঃ
গর্ভবতীরা যখন সন্তান প্রসব করেন তখন জরায়ুর পেশির সংকোচন ঘটার প্রয়োজন পড়ে।এই কাজে সাহায্য করে অক্সিটোসিন।এটি জরায়ুর পেশির সংকোচন ঘটায় এবং সন্তান প্রসবে সাহায্য করে।

*দুগ্ধ ক্ষরণঃ
স্তনে যে মায়োএপিথেলিয়াল কোষ থাকে অক্সিটোসিন এর কাজের ফলে সেই কোষের সংকোচন ঘটে।ফলে মাতৃদুগ্ধ ক্ষরিত হতে পারে।

*জরায়ুর উপর কাজ (গর্ভাবস্থা ছাড়া)
পুরুষের সাথে মিলনের ফলে নারীর শরীরে যে শুক্রানু প্রবেশ করে তার পরিবহনে জরায়ু কাজ করে আর সে কাজে তাকে সাহায্য করে অক্সিটোসিন হরমোন।

*পুরুষের ক্ষেত্রেঃ
অক্সিটোসিন হরমোন পুরুষের ভাস ডিফারেন্স এর পেশির সংকোচন ঘটায়।ফলে সহজেই শুক্রানু ইউরেথ্রায় যেতে পারে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment