আইন দেখে জাহাঙ্গীরের মেয়র থাকা না থাকার নিষ্পত্তি হবে: স্থানীয় সরকারমন্ত্রী

দলীয় প্রতীকে নির্বাচিত হওয়া গাজীপুরের মোহাম্মদ জাহাঙ্গীর আলম দল থেকে বহিষ্কৃত হওয়ায় মেয়র পদে থাকতে পারবেন কি না, তা আইন দেখে জানাবেন বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেছেন, “আইন দেখে পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে”।

শনিবার ঢাকার সোনারগাঁর হোটেলে ড্যাপ নিয়ে এক অনুষ্ঠানে জাহাঙ্গীরের বিষয়ে জানতে চাইলে  স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর। বঙ্গবন্ধু ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আওয়ামী লীগ শুক্রবার তাকে দল থেকে বহিষ্কার করেছে। দলীয় প্রতীকে নির্বাচিত হওয়ায় এখন তার মেয়র পদ থাকবে কি না, তা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, “মেয়র পদে থাকবে কি না, এ বিষয়টা আইন পর্যবেক্ষণ না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। আইন দেখে পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে। এখন মেয়র আছে। কতদিন থাকবে, সেটা আইন দ্বারা নিষ্পত্তি করা হবে।”

Leave a Comment