“অযাচিত পঙক্তি”

কিছু কথা আর কিছু ব্যথা
একান্তই নিজেরের মনের কুঠিরে
তালাবন্ধ করে রাখি।
সবচেয়ে কাছের মানুষটিকেও
যেন বলা হয়ে ওঠে না।
নিজের ব্যথা নিজের কাছে
যতটা না শোভনীয়,অন্যের কাছে
ততটাই বিরক্ত উদ্রেককারী।

কিন্তু দিনের পর দিন ঐ
মর্মভেদী ব্যথার ভার
নিজের কাছেই যেন
অসহ্যনীয় হয়ে ওঠে,
খুঁজে ফিরে বেরিয়ে যাবার পথ।

নির্জনে নিভৃতে ব্যথার অনলে
ভস্ম হয়ে যাওয়া ছাঁই হয়েও যেন
মুক্তি নেই। উপরে ভস্ম ছাঁই হলেও
ভিতরের গনগনে আগুন নিভে না!
মহামূল্যবান চোখের নোনা জলেও
ওদের নেভানো যায় না।

তিক্ত কথা মালার জাঁতানে
ন্যুব্জ হয়েও যখন
বাইরের দুনিয়াকে দেখাই
ভালো থাকার মিছে ভান,
আর নিজের ঠোঁটের কোণে যখন
ফুটিয়ে তুলি মেকি হাসির রেখা;
তখন অন্তরাত্মা আমাকে ধিক্কার জানায়,
সমালোচনার ঝড় তোলে ওষ্ঠাধরের বিরুদ্ধে।
তবুও আমি হাসি,
হাসিতেই আমার সকল কষ্ট ঢাকি।

Writer: Mahazabin Sharmin Priya

Leave a Comment