“অনুস্মারক”

রব তোমারে সৃষ্টি করিয়াছে
তাঁর ইবাদতের লাগি,
কেন তুমি ভবের মায়ায়
আপনারে দাও ফাঁকি?

গুনাহর কালি মাখিয়া তুমি
বেড়াও মৌজ-মাস্তিতে,
একবারও কী মউতের কথা
আসে না তোমার স্মরণে?

কিসের মায়ায় টানিছে তোমায়
ভাবো কী নির্জনে?
ওঁত পেতে আছে মৃতদূত
তোমাকে বেষ্টিয়ে!

বেহিসাবি দিন কাটিয়ে
আছো খুশী মনে;
খেয়াল আছে কী?
নির্ভুল হিসাব দিতে হবে যে
কাল হাশরের ময়দানে!

দিনে পাঁচবার মুয়াজ্জিন
আকুলিত স্বরে ডাকে,
তবুও তোমার হুঁশ হয় না
যাও না আল্লাহর ঘরে।

খেল-তামাশার এই দুনিয়ায়
আমল ছাড়ো আলসেমিতে,
মুঠো ভর্তি হিরে-পান্না
কিছুই যাবে না তোমার সাথে।

প্রাচুর্যের প্রতিযোগিতায়-
থেকো না আর মেতে,
সময় থাকতে হও হুঁশিয়ার
ফিরে এসো দ্বীনের পথে।

এত ভোগ বিলাসে থেকেও তুমি
শান্তি পাও না খুঁজে,
জানোই না তো-
শান্তি আসে অন্তরে কেবল
আল্লাহর জিকিরে।

writer: মেহেজাবীন শারমিন প্রিয়া।

Leave a Comment