অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিকেল সাড়ে ৫টায় টস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। অস্ট্রেলিয়া দুটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে অভিষেকেই হ্যাটট্রিক করা নাথান এলিচ ও অ্যাডাম জাম্পাকে বিশ্রাম দিয়েছে দলটি। তাদের পরিবর্তে একাদশে এসেছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সুয়েপসন।
প্রথম তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে এরই মধ্যে ৩-০ তে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে ব্যবধান ৪-০ করার লক্ষ্য তাদের। অস্ট্রেলিয়ার চাওয়া শেষ দুই ম্যাচ জিতে বাংলাদেশ সফর শেষ করা।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, অ্যালেক্স ক্যারি, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যান্ড্রু টাই, মিচেল সুয়েপসন ও জশ হ্যাজলউড।