লক্ষ্মীপুরের হাজিরপাড়াতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো. সোহেল (৩২) ও সোহেল হোসেন (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. সোহেল ওই এলাকার মৃত আবিদ মিয়ার পুত্র এবং সোহেল হোসেন একই এলাকার মৃত নুর ইসলামের পুত্র। ভিকটিম নারী (২৪) হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের হাসমত আলী মাষ্টার বাড়ির মালয়েশিয়া প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্বামীর বাড়িতে চার বখাটের হাতে গণধর্ষণের শিকার হন তিনি। এদিন বিকেলে ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, গভীর রাতে চার বখাটে ওই গৃহবধূর স্বাামীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে বুধবার সকালে হাজিরপাড়ার উত্তর চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তিনি আরও জানান, অভিযুক্ত বখাটেরা ভিকটিম গৃহবধূর প্রতিবেশী। দীর্ঘদিন থেকে তারা গৃহবধূর ওপর কু-নজর রাখে। ঘটনার রাতে সে স্বামীর বাড়িতে একাই ছিলো। এ সুযোগে বখাটেরা বাড়ির ছাদের উপর দিয়ে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।