করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।
তবে এই সময়ে গণপরিবহন বন্ধ থাকলেও চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট।
রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
বেবিচক জানায়, প্রবাসীদের কাজে ফেরানো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হয়েছে।
এদিকে ১ জুলাই থেকে দেশের অভ্যন্তরে ফ্লাইট বন্ধের সুপারিশের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বেবিচক।