যক্ষ্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য..

যক্ষ্মা,একটি পরিচিতি বায়ুবাহিত সংক্রামক রোগ যা যেকোনো সময়ে যেকোনো লোকের মধ্যে সংক্রমিত হতে পারে।যারা অধিক পরিশ্রম করে,অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে,অপুষ্টিতে ভোগে তারাই মূলত এ রোগে আক্রান্ত হয়।আবার যে বা যারা যক্ষ্মায় আক্রান্ত রোগীর সাথে বসবাস করে তারাও এ রোগে আক্রান্ত হয়।

যক্ষ্মা Mycobacterium tuberculosis নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে।চামড়ার পরীক্ষা করে এ রোগ নির্ণয় করা যায়। এ রোগ হলে:

১.রোগীর ওজন কমতে থাকে২.শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে৩.কাশি হয়,কাশির সাথে রক্ত পড়ে৪.বুকে,পিঠে ব্যাথা হয়৫.বিকেলের দিকে জ্বর আসে।

এ রোগ থেকে পরিত্রাণ পেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়।যেমন:

১.যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তির ব্যাবহৃত জিনিসপত্র আলাদা রাখা,২.পুষ্টিকর খাদ্য গ্রহণ করা,৩.রোগীর থুথু মাটিতে পুতে ফেলা,চিকিৎসকের পরামর্শমতো ঔষুধ সেবন করা,৪.চিকিৎসকের নির্দেশ ব্যতীত ঔষধ সেবন বন্ধ করা উচিত না।

যক্ষ্মা রোগ প্রতিরোধে জন্মের পর শিশুদের বিসিজি টিকা দিতে হয়।শিশুর জন্মের পর একবছর বয়সের মধ্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা।তাহলেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

Leave a Comment

betvisa